Wellcome to National Portal
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

সোনার বাংলা বিনির্মাণে প্রয়োজন দক্ষ, আধুনিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমী মানবসম্পদ। এই লক্ষ্যকে বিবেচনায় রেখে  কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কচুয়া, চাঁদপুর প্রণয়ন করেছে তার ‘২০২৪-২৫ অর্থবছর’ কেন্দ্রিক সার্বিক কর্মপরিকল্পনা। ‘১০০ টি উপজেলায় ১০০ টিএসসি’- প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্য উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছে। এই অভূতপূর্ব অর্জন শিক্ষা প্রতিষ্ঠানটির ছয় শতাধিক সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি আগামী দিনের পথচলাকে করেছে অনেক বেশি দায়বদ্ধ। এই পথচলা যেন আগামী দিনে আরো বেগবান হয়, তার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা নিয়ে গঠন করা হয়েছে-


‘২০২৪-২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা’


লক্ষ্যমাত্রাসমূহ

মন্তব্য

১. মাধ্যমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিতকরণ

চলমান রয়েছে

২. উচ্চ-মাধ্যমিক পর্যায়ে ভর্তি ক্যাম্পেইন চালু

চলমান রয়েছে

৩. বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন ও MoU স্বাক্ষর

চলমান রয়েছে

৪. শতভাগ শিক্ষার্থীর স্কুল-কলেজ ড্রেস পরিধান নিশ্চিতকরণ

চলমান রয়েছে

৫. এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের ধারাবাহিকতা বজায় রাখা


৬. ত্রৈমাসিক অভিভাবক সমাবেশ আয়োজন করা

অর্জিত হয়েছে

৭. শিক্ষার্থী ঝরে- পড়া হার কমানো

চলমান রয়েছে

৮.  শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে ড্রেনেজ ব্যবস্থা


৯.  খেলার মাঠের ভূমি উন্নয়ন

চলমান রয়েছে

১০. খেলার মাঠ সংলগ্ন ফুলের বাগানে এলইডি লাইট স্থাপন


১১. শিক্ষা প্রতিষ্ঠানে নলকূপ স্থাপন


১২. ক্যান্টিন স্থাপন

অর্জিত হয়েছে

১৩. শহিদ মিনার নির্মাণ


১৪. বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ


১৫. জনবলের শূন্যপদ পূরণ


১৬. অভিভাবকদের জন্য যাত্রী ছাউনি নির্মাণ


১৭. ওয়েব- সাইট হালনাগাদ করা


১৮. তথ্যকেন্দ্র ও সেবা সেন্টার চালু

অর্জিত হয়েছে

১৯. সিসি টিভি সংখ্যা ১৬ থেকে ৩২-এ উন্নীতকরণ


২০. আইটি ক্লাব চালু করা


২১.  রোভার স্কাউট চালু করা

অর্জিত হয়েছে

২২. গার্লস গাইড চালু করা


২৩. বিতর্ক ক্লাব চালু করা


২৪.  ইংরেজি ভাষা ক্লাব চালু করা


২৫. পাঠাগারের বই সংখ্যা বৃদ্ধি করা

অর্জিত হয়েছে

২৬. পরিবেশ ক্লাব চালু করা


২৭. মেয়েদের জন্য ইনডোর গেইমস চালু করা

অর্জিত হয়েছে

২৮. মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও যৌন নিপীড়ন সেল গঠন করা


২৯. জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ (বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ)


৩০. ছাদবাগান করা


৩১. শিক্ষা- প্রতিষ্ঠানে হ্যালোজেন লাইট স্থাপন


৩২. বেবি ডে- কেয়ার সেন্টার স্থাপন


৩৩. বিশেষ অতিথিদের জন্য বিশ্রামাগার নির্মাণ

অর্জিত হয়েছে

৩৪. শিক্ষক মিলনায়তন আধুনিকায়ন


৩৫. ক্লাসরুম ও করিডরে বানী চিরন্তনী ও আলোকচিত্র স্থাপন।


৩৬. দশম শ্রেণির শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা