Wellcome to National Portal
Main Comtent Skiped

ঘটনাসমূহ

১। ২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কমিটি গঠন। পুরো দিনের  কার্যক্রমের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করা, প্রভাতফেরী, পুস্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরনি অনুষ্ঠান ইত্যাদি।

২। জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ৭ই মার্চ উদযাপন-আলোচনা সভার আয়োজন।

৩। ১৭ই মার্চ, জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কমিটি গঠন। পুরো দিনের  কার্যক্রমের মধ্যে ছিলো রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা এবং দেশাত্মবোধক গান প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরনি অনুষ্ঠান ইত্যাদি।

৪। ০৪ই অক্টোবর ২০২৪ তারিখে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি পালিত হয়।

৫। ১০ই ডিসেম্বর ২০২৪ তারিখে জনাব মুহাম্মদ হেলাল চৌধুরি, উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ইভটিজিং, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, মাদকদ্রব্য সেবন, কিশোর গ্যাং ও মোবাইল আসক্তির নেতিবাচকতা ও দিক-নির্দেশনা সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়- কৃষিবিদ জনাব মো. আবুল কালাম আজাদ স্যার। এইছাড়া উপজেলা নির্বাহী অফিসার অত্র দপ্তরের সরকারি শিক্ষক কর্মকর্তা-কর্মচারিদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত আলোচনা করেন।