Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

ইতিহাস এবং সংক্ষিপ্ত পরিচিতি

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও লাগসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ও কারিগরি শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে ২০২২ শিক্ষাবর্ষ থেকে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঠদান শুরুর মাধ্যমে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে  এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। চারটি ভিন্ন ভিন্ন টেকনোলজিতে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান আছে। প্রতিষ্ঠানটি ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। নিচে প্রতিষ্ঠান সম্পর্কে এক-নজরে তথ্যাবলি দেওয়া হলো-

প্রতিষ্ঠানের নাম

:

কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

অবস্থান

:

গ্রাম- গুলবাহার; উপজেলা- কচুয়া; জেলা- চাঁদপুর

প্রতিষ্ঠাকাল

:

২০২১ সাল

শিক্ষাক্রম শুরুর বছর

:

২০২২ সাল

অধ্যক্ষ (গ্রেড- ০৫)

:

কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ

শিক্ষক কর্মকর্তা-কর্মচারির সংখ্যা

:

১৭ জন (ইন্সট্রাক্টর- ০৬জন, ক্রাফট ইন্সট্রাক্টর- ০৫ জন, অতিথি বক্তা- ০৬ জন)

অন্যান্য জনবল

:

০৭ জন

মোট জনবল

:

২৫ জন

চালুকৃত ট্রেডসমূহ

:

০৪ টি; রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং (আরএসি), মেশিন অপারেশন বেসিকস, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস এবং অ্যাপারেল ম্যানুফেকচারিং বেসিকস

শিক্ষার্থী সংখ্যা

:

৫৫০ জন (২০২৪ শিক্ষাবর্ষ)

উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা 

:

৪৮০ জন (জানুয়ারি হতে জুন’২০২৪ পর্যন্ত)

ফলাফল 

 


     নবম শ্রেণি বোর্ড পরীক্ষা, ২০২৩

 


              অংশগ্রণকৃত শিক্ষার্থী

:

৭৫ জন

              পাসকৃত শিক্ষার্থী

:

৭১ জন

              পাসের হার

:

৯৫%

     দশম শ্রেণি বোর্ড পরীক্ষা, ২০২৪

 


              অংশগ্রণকৃত শিক্ষার্থী

:

১৯ জন

              পাসকৃত শিক্ষার্থী

:

১৯ জন

              পাসের হার

:

১০০%

প্রতিষ্ঠানে মোট রুমের সংখ্যা

:

৪৩ টি

মোট ক্লাসরুমের সংখ্যা

:

২৩ টি

মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংখ্যা

:

১৪ টি

আইসিটি ল্যাবের সংখ্যা

:

০২ টি

আইসিটি ল্যাবের কম্পিউটার সংখ্যা

:

৬০ টি

ল্যাব রুমসমূহের নাম

:

পদার্থ ল্যাব, রসায়ন ল্যাব, বেসিকস ল্যাব, ট্রেড ল্যাব (মোট ৮ টি), ড্রয়িং ল্যাব

অন্যান্য সেবাসমূহ

:

লাইব্রেরি, রোভার স্কাউট, প্রার্থনালয় (ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা), ডে-কেয়ার সেন্টার, অতিথি কক্ষ, সততা স্টোর ও ক্যান্টিন, সভা কক্ষ, মিলনায়তন (কমপক্ষে ৩০০ জন ক্যাপাসিটির)


প্রতিষ্ঠান সম্পর্কে আরো জানতে সংযুক্ত পিডিএফ-টি দেখুন।